ঢাকা লিট ফ্যাস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশ সফররত নোবেলজয়ী সাহিত্যিক ভিদিয়াধর সূর্যপ্রসাদ নাইপল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরতে এসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। আজ রবিবার স্যার ভি এস নাইপল স্ত্রী নাদিরা পলসহ জাবি ক্যাম্পাসে আসেন।
জাবির বন্য প্রজাতি সংরক্ষণ কেন্দ্র সংলগ্ন জলাশয়ে দেশি এবং পরিযায়ী পাখিদের জলকেলি, ডানা ঝাপটানো আর আকাশে উড়াউড়ি দেখে বিমুগ্ধ হন তিনি। এ সময় তিনি সেখানে কিছু সময় কাটান।
বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন তিনি। সবশেষে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রজাপতি পার্ক পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন। ক্যাম্পাস ত্যাগের পূর্বে স্যার ভি এস নাইপল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতিথেয়তা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পাখি তার স্মৃতিতে আজীবন থাকবে।
পাখি পরিদর্শনের পূর্বে বেলা আড়াইটায় স্যার ভি এস নাইপল স্ত্রী নাদিরা পলসহ উপাচার্যের বাসভবনে আসেন। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাদের স্বাগত জানান।
এ সময় উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আজ এক ঐতিহাসিক ও গৌরবের দিন। নোবেল জয়ী বিশ্ববরেণ্য ব্যক্তির আগমনে বিশ্ববিদ্যালয় পরিবার মহাখুশি। তার আগমনে বিশ্ববিদ্যালয় গৌরবান্বিত হয়েছে। উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় উপাচার্যের স্বামী কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে সাহিত্যে নোবেল লাভ করেন এই ক্যারিবিয়ান সাহিত্যিক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ