রাজধানীর মিরপুর মডেল থানায় দালের করা নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, মারুফ কামাল খান ও শিমুল বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার চার্জশিট আমলে নিয়ে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
একই মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ আমানসহ ১৮ জন জামিনে এবং ২ আসামি কারাগারে রয়েছেন।
প্রসঙ্গত, নাশকতার অভিযোগ ২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর চলতি বছরের ৭ আগস্ট মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়াসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/মাহবুব