ঢাকা জেলার সাভারে পৃথক স্থানে এক নারী ও এক পুরুষকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার সকালে সাভার পৌর এলাকার বক্তারপুরে এবং নামাগেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাভার পৌর এলাকার বক্তারপুরে বেদে সম্প্রদায়ের যাদু মিয়া নামে (৩০) এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বক্তারপুরের হানিফ মিয়ার ছেলে।
আহত যুবককের পরিবারের সদস্যরা জানান, সকালে বক্তারপুরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন যাদু মিয়া। এ সময় কয়েক যুবকে অতর্কিতে আক্রমণ চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে যাদুর মোবাইল ফোন, একটি স্বর্নের চেইন ও কাছে থাকা ৭ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে সাভারের নামাগেন্ডা এলাকায় শাহানা নামে এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/মাহবুব