সব টেলিভিশনের সংবাদকর্মী এবং কলাকৌশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে ‘বিশ্ব টেলিভিশন দিবস-২০১৬’ উপলক্ষে ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত এ বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, তবে তা (টিভি চ্যানেলে ওয়েজবোর্ড) প্রচলিত আইনের আওতায় আনা সম্ভব নয়। এজন্য ৭৪ সালের আইন চেঞ্জ করতে হবে। আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে গণমাধ্যমের প্রধান হুমকি জঙ্গিবাদ মাফিয়া চক্র। আর এ হুমকিকে মোকাবিলায় সরকার ও মিডিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’র পরিচালক (অপারেশন্স) রিদওয়ান করীম তুহিনের সঞ্চালনায় বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মোমেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক আহমেদ রাজু, মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’র প্রধান নির্বাহী এমএম বাদশাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১০