চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার ঘটনায় নগরীর ওমরগণি এমইএস কলেজ চার ছাত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নগর ছাত্রলীগ। তাদের আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানোর ঘোষণা দিয়েছে এ সংগঠন। অভিযুক্ত চার ছাত্র হলেন: এমইএস কলেজ ছাত্রলীগের সদস্য ফরহাদ আলম, স্বর্ণেন্দু বিকাশ ধর, সাগর দাশ এবং মো. ফোরকান।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি বলেন, অভিযুক্ত চারজন এমইএস কলেজের ডিগ্রি-অনার্স শ্রেণির ছাত্র। ছাত্রলীগে তাদের প্রাথমিক সদস্যপদ আছে। তবে তাদের কোন পদবি নেই। আমরা পদে না থাকলেও তাদের সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাচ্ছি না। তাদের বহিষ্কারের সুপারিশ করেছি, আগামীতে যেন কোন পদে আসতে না পারে। সোমবারই কেন্দ্রে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে নগরীর লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠান শেষে মিডিয়ায় বক্তব্য দেয়ার পর ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে লাঞ্ছিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। তবে এ ঘটনায় মোসলেম উদ্দিন ক্ষমা করে দিয়েছেন এবং এ ঘটনায় মোছলেম উদ্দিন আহমেদের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেছেন ছাত্রলীগ নেতারা।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৪