বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশিপ সাঁতার প্রতিযোগিতা ২০১৬ তে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) ১৪টি পুরস্কার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। এ প্রতিযোগিতায় এপিবিএন ১০টি পুরস্কার পেয়ে দ্বিতীয় হবার গৌরব অর্জন করে। ডিএমপির কনস্টেবল মো. মাহবুব আলম শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে সিদ্দিকুর রহমান, বিপিএম, অতিরিক্ত আইজি, এপিবিএন এবং সভাপতি পুলিশ সাঁতার পরিষদ প্রধান অতিথি হিসেবে উত্তরাস্থ সুইমিং পুলে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশিপ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। মোট ১২টি ইভেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের পুলিশ সাঁতারুরা অংশ নেন।
প্রতিযোগিতায় অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সাঁতার পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান, বিপিএম এবং এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/ফারজানা