বারো হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় দু'জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানাও করেছে। দন্ডিত দু'জন হলো, নগরীর চরপাথরঘাটার মো. হাবিব এবং কক্সবাজারের উখিয়ার মো. আয়াজ। এদের মধ্যে আয়াজ পলাতক। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহ নূর এ রায় দিয়েছেন বলে জানান চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ২০১৫ সালের ২৮ আগস্ট নগরীর সদরঘাটে ডিলাইট হোটেলের সামনে ইয়াবাসহ দু'জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের পরিদর্শক ওসমান কবির বাদি হয়ে দু'জনের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করে। একই বছরের ২৯ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্ম্মা আাদলতে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের ১৯ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষ ৯ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার