সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কোনো কাজই সবাইকে সন্তুষ্ট করতে পারে না। ক্ষতি হবে কিছু; কিন্তু মেজরিটির ভালো হওয়া চাই।
শামসুল হুদা বলেন, 'পলিসি মেকিং সহজ কাজ নয়। তখন পলিটিক্সের কথা আসে। রাজনীতিতে যা করতে হয়- কিছু জিনিস দৃঢ়ভাবে ধরে রাখতে হয়; কিছু ছাড় দিতে হয়। কিছু সংযোজন-বিয়োজন করতে হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতিতে মতামত নিয়ে তা করা হয়।'
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ‘দ্য পলিটিক্স অব পলিসি মেকিং’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক সোনিয়া নিশাত আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, এম এ জি ওসামানী স্কলারশিপ ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক শিরিন হাসান ওসমানী বক্তব্য দেন।
এ অনুষ্ঠানে ইতিহাস বিভাগের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি এবং সাতজনকে সার্টিফিকেট দেওয়া হয়।