চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগের দুই গ্রুপের চেয়ার ছোঁড়াছুঁড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে মঞ্চ থেকে নেতাদের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছিল। শোভাযাত্রার আগে সমাবেশের এক পর্যায়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সমাবেশে বক্তব্য রাখছিলেন। এসময় যুবলীগ সদস্য ওয়াসিম উদ্দিনের অনুসারী, কাউন্সিলর মোবারক আলীর অনুসারী এবং দেওয়ানবাজার ওয়ার্ড যুবলীগের পৃথক তিনটি মিছিল একসঙ্গে মাঠে প্রবেশ করে। এসময় হঠাৎ করে সমাবেশস্থলের পেছন দিকে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও হাতাহাতি শুরু হয়। মঞ্চে প্রধান অতিথি শিক্ষাবিদ ড. অনুপম সেন বসা ছিলেন। তবে উত্তেজনা শুরুর পর নগর যুবলীগের জেষ্ঠ নেতারা মঞ্চ থেকে বারবার তাদের শান্ত হওয়ার আহ্বান জানান। আনুমানিক ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয় এবং আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু তার বক্তব্য শেষ করেন।
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ওয়ার্ড পর্যায়ের কয়েকটি মিছিল একসঙ্গে মাঠে প্রবেশ করেছিল। এ সময় স্থান সংকুলান না হওয়ায় সামান্য উত্তেজনা হয়েছিল। আমাদের হস্তক্ষেপে উত্তেজনা দ্রুত প্রশমন হয়েছে।
কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ছোট ছোট কয়েকজন ছেলের মধ্যে কিছুটা হাতাহাতি হয়েছে। পরে নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ