খাতা সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগ তুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্যদের পাস করিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সোমবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের পরীক্ষার খাতা ঠিকভাবে মূল্যায়ন না করার কারণে পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ব্যাপারে খাতা পুনঃমূল্যায়নের দাবি তুলেও লাভ হয়নি। তাই আন্দোলনরতরা ২০১০-১১ শিক্ষাবর্ষে যারা অনার্স চতুর্থ বর্ষে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের পাস করিয়ে দেয়ার দাবি জানান।
তারা বলেন, এক বিষয়ে অকৃতকার্য হওয়ার কারনে তারা মাস্টার্সে ভর্তি হতে পারবে না। এ ব্যাপারে অনেক শিক্ষার্থী খাতা পুনঃমূল্যায়নের আবেদন করেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। একটি বছর নষ্ট হয়ে গেলে তাদের শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাবে।
আত্মবিশ্বাসের সঙ্গে ইরফান নামের এক শিক্ষার্থী বলেন, আমি যে পরীক্ষা দিয়েছি তাতে পাস নম্বর না ওঠার কোন সুযোগ নেই। কিন্তু আমার ফেল এসেছে। খাতা সঠিকভাবে মূল্যায়ন করলে নিশ্চিতভাবে এ ত্রুটি ধরা পড়বে।
আন্দোলনরত শিক্ষার্থীরা এক বিষয়ে অকৃতকার্য সকলকে চলতি বছরে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ দেয়ার দাবি জানান। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ ও মানবববন্ধনসহ আন্দোলনের নানা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ