চট্টগ্রাম নগরীর ব্যবসায়ী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলার আসামি মো. কামাল (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ‘ব্যক্তিগত ক্ষোভ’ থেকে নিজের বাসায় ডেকে নিয়ে জালালকে (৪৬) নির্মমভাবে শ্বাসরোধ করে খুন করা হয়।
সোমবার এ খুনের ঘটনায় জড়িত থাকায় কর্ণফুলী থানায় শ্বশুড়বাড়ি থেকে ভাড়াটিয়া মো. কামালকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলা তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। কামাল বর্তমানে নগরীর ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ির ২ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাজীর বাজারের খোকন হোসেনর ছেলে।
তবে জালাল উদ্দিন হত্যা মামলার বাদি ও তার ছেলে ইমাজউদ্দিন সুলতান ফরহাদ বলেন, কামাল একসময় আমাদের বাসায় ভাড়াটিয়া ছিল। ২-৩ মাসের ভাড়া বকেয়া রেখে সে কয়েক মাস আগে রাতের আঁধারে পালিয়ে যায়। এছাড়া আমার বাবার কাছ থেকে সে ঋণও নিয়েছিল। সব মিলিয়ে আমার বাবা তার কাছে প্রায় ২ লাখ টাকা পাওনা ছিল। টাকা পরিশোধের জন্য চাপ দেয়ায় কামাল আমার বাবাকে হত্যা করেছে।