সেনা, নৌ ও বিমান বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহিন ইকবাল, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার কমোডর এইচএম ফজলুল হক।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধাসহ চট্টগ্রামের গণ্যমান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ব্যান্ড ডিসপ্লে ও বাদ্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।