রাজধানীর শাহআলী থানার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ট্রাক চাপায় শুভ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
নিহত শুভ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি দারুস সালাম মাজার রোডের দ্বিতীয় কলোনির মঞ্জুরুল হক চুন্নুর ছেলে। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন শুভ ও তার পেছেনে বসে থাকা আরেকজন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বলেন, নিহত শুভর লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল