রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির (পুরাতন) তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো, বাবু হাওলাদার ওরফে হোসেন (২৮), রাশেদুর রহমান ওরফে সুমন (২৪) ও শাহিদুল ইসলাম ওরফে শিপন (২৩)। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারি কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/18