জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নির্দেশে একটি দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাভারের ফজলে রাব্বি নামের এক যুবক ১ম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। খবর পেয়ে দৈনিক কালবেলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু মুসা ঘটনাস্থলে উপস্থিত হন। চাঁদাবাজির অভিযোগে ওই বহিরাগত যুবককে আটক করে প্রক্টর অফিসের উদ্দেশ্যে রওনা হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের অনুসারী ছাত্রলীগ কর্মীরা তাকে বাধা দেয়।
ছাত্রলীগ কর্মীদের বাধা উপেক্ষা করে মুসা প্রক্টর অফিসের দিকে যাওয়ার সময় বিএনসিসি অফিসের সামনে পৌঁছলে রাজিবের অনুসারীরা অভিযুক্ত চাঁদাবাজকে মুসার হাত থেকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। এ সময় মারধরের ছবি তুলতে গেলে রাজিব আহমেদ রাসেল নির্দেশ দেয় মুসাকে মারধর করার। শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জুয়েল, মীর মশাররফ হোসেন হলের ৪১তম ব্যাচের ছাত্রলীগ কর্মী বখতিয়ার রিফাত, বনি খান, ৪২ তম ব্যাচের রবিউল ইসলামসহ ১৫-২০ জন ছাত্রলীগ নেতা-কর্মী সাংবাদিক মুসার উপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি কিল-ঘুষি লাথি মারতে থাকে। এ সময় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আহতাবস্থায় মুসাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল মারধরের কথা স্বীকার করে আহত সাংবাদিককে উল্টো চাঁদাবাজ হিসেবে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৮