বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে ডা. মুজিবুল হক খান ও ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী প্যানেলকে সমর্থন দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি সভায় এ সমর্থন ব্যক্ত করেন।
সভাপতি পদপ্রার্থী ডা. মুজিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম চৌধুরী, সহসভাপতি পদপ্রার্থী ডা. সেলিম আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. মো. রবিউল করিম।
মেয়র বলেন, নির্বাচনে আমার সরাসরি ভূমিকা না থাকলেও ডাক্তারদের মনের মধ্যেই আমার অবস্থান। তাদের সুখ-দুঃখে, বিপদে-আপদে সবসময়-ই তাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। তিনি বলেন, এবারের বিএমএ নির্বাচনে চট্টগ্রাম থেকে ডা. মুজিবু-ডা. ফয়সল প্যানেলকে সমর্থন করলাম।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটার ৪ হাজার ৪৪২ জন।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১২