সাইফুল ইসলাম শোভনকে সভাপতি এবং আরিফুর রহমান হিমুকে সাধারণ সম্পাদক করে বিকল্প মুক্তিযুদ্ধের প্রজন্ম ধারার ৪২ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মুন্সিগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাও এবং সিলেট জেলা কমিটিও ঘোষণা করা হয়েছে।
পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি দেওয়া হবে বলে জানান সাইফুল ইসলাম শোভন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নাগরিককে নিয়ে একটি শক্তিসালী সংগঠন করতে চাই। এই সংগঠন বিকল্পধারা বাংলাদেশ এর বন্ধুপ্রতীম অঙ্গসংগঠন হিসেবে কাজ করবে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব