ঢাকা জেলার সাভারের আশুলিয়া গ্যাস লাইটার কারখানার আগুনে দগ্ধ শ্রমিকদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সকলের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালেন বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবুল কালাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘বার্ন ইউনিটে ভর্তি হওয়া সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একে আমরা মেজর বার্ন বলি।’
তিনি বলেন, ‘রোগীদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে সর্বোচ্চ ৭০ শতাশং ও সর্বনিম্ন ২০ শতাংশ পুড়ে গেছে। কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে।’
আহতরা হলেন জলি (৩০), মুক্তি আক্তার (১৮), হালিমা (২৫), ফাতেমা (১৫), নাজমা (১৭), রিনা (২০), মেহেরা (৩০), খাদিজা (১৪), আঁখি (১৪), সোনিয়া (১৬), শিমু (২৫), হাফিজা (১৬), মাহমুদা (২৬), লাভলী (১৫), সখিনা (২৬), শরীফা (২২), সোনিয়া (১৬), ফারজানা (১৬), জান্নাতি (২০) ও জাকিয়া (১৯)।
জানা গেছে, আগুনে ৩১ জন দগ্ধসহ মোট ৩৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের সাভারের এনাম মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস লাইটার তৈরির কারখানায় মঙ্গলবার বিকালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩১ জন দগ্ধসহ ৩৯ জন আহত হন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব