রাজধানীর শাহবাগ থানায় করা ডিম বিক্রেতার ছিনতাই মামলায় পুলিশের দুই কনস্টেবলকে ফের দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী এ আদেশ দেন।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক দেবরাজ চক্রবতী আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৩ দিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানী শেষে বিচারক রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন। এরআগে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হোটেল সোনারগাঁও মোড়ের সামনে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) আসা পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ডিম ব্যবসায়ী বাছিরের কাছ থেকে ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় কনস্টেবল লতিফুজ্জামানকে জাপটে ধরে ফেলেন ডিম বিক্রেতা বাছির। তখন মোটরসাইকেলে থাকা রাজিকুল খন্দকার নামের আরেকজন পালিয়ে যান। পরে কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে তুলে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর কনস্টেবল রাজিকুল খন্দকারকে সন্ধ্যার দিকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির বাদী হয়ে মামলা করেন।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল