জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে ফলাফল জানা যাবে।
জাবির বিজনেস স্টাডিজ অনুষদে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ১০৪টি ও মেয়েদের জন্য ৯৬টি। আইন অনুষদে মোট ৬০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের আসন ৩০টি এবং মেয়েদের ৩০টি।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা