পিকআপ ভ্যান থেকে ১২ হাজার ইয়াবাসহ দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর চান্দগাঁও এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আব্দুর রহিম (৩০) ও আজিম মিয়া (২৮) নামে দুজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এই অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করে। পরে ভ্যানটিতে (নম্বর ঢাকামেট্রো-ন-১৫-০২৯৪) অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উখিয়া থেকে ইয়াবাগুলো নিয়ে আটক দু'জন পিকআপ ভ্যানে করে নগরীতে আসছিল। অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/মাহবুব/ আফরোজ-১৫