বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান ছিলেন অনেক বড় মাপের মানুষ। অর্থের চেয়ে সেবাই তার (এম আর খান) কাছে প্রধান বিষয় ছিল। এম আর খানের জীবন ও চরিত্র থেকে বর্তমান চিকিৎসকদের অনেক কিছুই শেখার রয়েছে। তিনি আজীবন চিকিৎসাপেশার উৎকর্ষ সাধনে কাজ করে গেছেন। প্রকৃতপক্ষে, রোগীর প্রতি দরদী মনের অধিকারী, হৃদয়বান জাতীয় অধ্যাপক এম আর খান ছিলেন চিকিৎসক সমাজের আদর্শ উদাহরণ।
আজ বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক এম আর খান স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ ও বাংলাদেশ প্যাডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও বিপিএ-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, নার্সিং অনুষদের ডীন ও শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১