ছাত্রলীগ-যুবলীগ নামধারী সন্ত্রাসীদের চাঁদাবাজির প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই পোশাক কারখানার শ্রমিকরা। নগরীর নাসিরাবাদে রাজ্জাক নামে এক পোশাক শ্রমিককে মারধরের পর বুধবার সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পোশাক কারখানা দুটি হলো ফ্রাংক গ্রুপের আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এবং ফ্রাংক অ্যাপারেল লিমিটেড।
ফ্রাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন মন্টু জানান, সকাল ৯টার দিকে কারখানায় প্রবেশের সময় আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেডের ফ্লোর ইনচার্জ রাজ্জাককে মারধর করে কয়েকজন দুর্বৃত্ত। তার কাছে প্রথমে টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে মারধর করে। জানার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে সকালে দুই পোশাক কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে।
শ্রমিকদের অভিযোগ, কয়েকজন সন্ত্রাসী কারখানায় আসা-যাওয়ার পথে প্রকাশ্যে তাদের কাছ থেকে টাকাপয়সা কেড়ে নেয়, নারী শ্রমিকদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। টাকা না পেলে মারধর করে। এই ব্যাপারে বারবার পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এদিকে অবরোধের খবরে পুলিশ গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে সোয়া ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। কিন্তু এর আগে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারের কোন উদ্যোগ না নেয়ায় ফ্রাংক গ্রুপের উপ-নির্বাহী পরিচালক আলতাফ হোসেন চলতি বছরের ৪ অক্টোবর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে একটি অভিযোগ করেন বলে জানা গেছে। গত ৭ নভেম্বর পুলিশ কমিশনার বরাবরে আবারও লিখিত অভিযোগ করা হলে এতেও পুলিশ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি। পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগে বলা হয়, আশরাফ গ্রুপ, মনির গ্রুপ ও রাসেল গ্রুপ নামে তিনটি সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ-যুবলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ড করছে। আছহাব উদ্দিন ও মোর্শেদ নামে দুই সন্ত্রাসী নিয়মিত কারখানার পাশে চা দোকানে বসে থাকে। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে হুমকি দেয়।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৩