ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জয় বাংলা গেটের সামনে বাসের ধাক্কায় আরমান হোসেন (৪৮) নামে এক ভ্যানচালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুলিস্তান-ধামরাই রুটের ‘ডি লিঙ্ক’ কোম্পানির একটি বাস (ঢাকা-জ-১৪০১৫২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষমান একটি ভ্যানের উপর উঠে যায়। এতে ভ্যানচালক গাড়ির নিচে চাপা পড়েন। এছাড়া জাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা দুই ভর্তি পরীক্ষার্থী ও এক অভিভাবক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জাবির মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস ভ্যানচালককে মৃত ঘোষণা করেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় প্রচণ্ড আঘাতের ফলে নিহতের মাধা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গেছে বলে জানান চিকিৎসক বীরেন্দ্র কুমার।
নিহত ভ্যানচালকের নাম আরমান হোসেন বলে নিশ্চিত করেছেন নিহতের স্ত্রীর চাচা হাফিজুর রহমান। হাফিজুর রহমান বলেন, তার জামাই সাভারের কুরগাঁওয়ে থাকতেন এবং পাশের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হয়ে ভ্যান চালাতেন। নিহতের স্থায়ী ঠিকানা, গ্রাম: পুরাতন কুষ্টিয়া, ডাকঘর: হটশ হরিপুর ৭০০০, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ওসি রেজাউল ইসলাম বলেন, আমরা বাসচালককে আটক করতে পারিনি। তবে বাসটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৪