‘সংবিধানে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়নের কথা বলা থাকলেও বাংলাদেশে এতদ্বসংক্রান্ত কোনো আইন নেই । অতি দ্রুত নির্বাচন এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করে নির্বাচন ব্যবস্থাকে গতিশীল করা হোক।’ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ এবং ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)’র আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. পারভেজ আজহারুল হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ড. ফারাহা নওয়াজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. আবু নাসের মো: ওয়াহিদ, অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দীকা, অধ্যাপক ড. এম আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. শাফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ছদরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৬