নগরীর চকবাজার এলাকায় শিবিরের ঝটিকা মিছিলের খবর পেয়ে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত জামায়াত নেতা মীর কাশেম আলীর কেয়ারি ইলিশিয়াম মার্কেটে হামলা ও ভাঙচুর চালায়।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর শিবিরের কিছু নেতাকর্মী জড়ো হয়ে চকবাজার থেকে দেবপাহাড় এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে চকবাজার গুলজার মোড়ে গেলে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে কলেজ ক্যাম্পাসে চলে আসে। তবে চকবাজার থেকে মিছিলটি কলেজে যাওয়ার পথে কেয়ারি ইলিশিয়াম মার্কেটে লাঠিশোটা নিয়ে হামলা ও ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায় ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। হামলায় মার্কেটের বাইরের কাচের আয়নার কিছু অংশ ভেঙ্গে যায়। মিছিলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, সুভাষ মল্লিক সবুজ, ওবায়দুল হক, মোক্তার হোসেন রাজু সহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
এদিকে ভাঙচুরের বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের এক নেতা জানান, কেয়ারি ইলিশিয়াম মার্কেটে শিবিরের নেতাকর্মীরা অবস্থান করে বিভিন্ন সময় নানা পরিকল্পনা করে। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে পুনরায় আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালানো হয়। তাই বিক্ষুব্ধ হয়ে কেউ কেউ এখানে হামলা চালাতে পারে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হলে হামলাকারিরা পালিয়ে যায়।