মানহানির অভিযোগে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহামানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষে এস এম জি মোস্তফা কামাল বাদী হয়ে এ মামলা করেন। পরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জাকির হোসেন টিপু বাদীর জবানবন্দী গ্রহণ করে আগামী বছরের ১৫ জানুয়ারি খলিলুর রহমানকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি দুর্নীতি দমন কমিশনে বাদীর বিরুদ্ধে ঘটনা সাজিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ করেন। পরে আসামি বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যোগাযোগ করে বাদীকে জড়িয়ে ব্যাংক থেকে গ্রাহকের টাকা অত্মসাতের ভুয়া খবর ২০১৩ এবং ২০১৪ সালের বিভিন্ন সময় প্রকাশ ও প্রচার করে। পরবর্তীতে দুদকে দাখিল করা ওই অভিযোগ বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয়নি। এ কারণে বাদীর মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ