চট্টগ্রাম নগরীর কর্নেলহাটের সিডিএ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান ও ৬ কক্ষবিশিষ্ট একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া বলেন, কর্নেলহাটে সিডিএ আবাসিক এলাকায় আবদুল কাইয়ুমের মালিকানাধীন দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়ার নেতৃত্বে আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ