দুর্নীতির মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার দুদকের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এদিন, আদালতে অধ্যাপক মান্নানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এর আগে, ১৭ আগস্ট মান্নানকে তিন মাসের জামিন দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিল আয়-ব্যয়ে দুর্নীতির অভিযোগ এনে গত ১৩ জুন দুদকের উপ পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন। পরে ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/মাহবুব