নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার (শেষ দিন) সকাল সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমা দেন তিনি।
নারায়ণগঞ্জ ক্লাব দ্বিতীয় তলায় নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন আইভী।
এর আগে, বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নগর ভবন প্রাঙ্গণে নাসিকের মেয়র পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পরে ওইদিন (বুধবার) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
প্রসঙ্গত, নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। আর ভোট অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২