নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে মনে করেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন দেখছি না। নারায়ণগঞ্জের সাধারণ জনতাই আমার সেনাবাহিনী।
বৃহস্পতিবার জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এক প্রশ্নের জবাবে ডা. আইভী বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। এখানে আওয়ামী লীগ সবাই এক। সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করবেন।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/মাহবুব