ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে দিয়াজের বড় বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা মামলাটি দায়ের করেন।
মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ সংগঠনটির ১০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার বাদি অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা বলেন, আদালত সরাসরি মামলা গ্রহণ করে থানাকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দিয়েছেন। মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দিয়াজের মরদেহ দেখা যায়। পরে রাত সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দিয়াজ ইরফান চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছিলেন।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪