রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাসুদ হেলাল জব্বার নামের শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্বার একাধিক নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জব্বারের বাড়ি নগরীর দেওয়ানপাড়া এলাকায়। তিনি নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।