ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বাংলাদেশ এখন আর ঋণের জন্য কারও দিকে চেয়ে থাকে না। কারণ বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল একটি দেশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশ সরকার ঋণের পরিমাণ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক মজবুত হয়েছে। অর্থনীতির আকার বেড়েছে বহুগুণ।
২০১৫-২০১৬ অর্থ বছরে সেরা করদাতাদের সম্মাননা প্রদান ও আয়কর সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে আয়কর প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪১জন সেরা করদাতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
করদাতাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জাবেদ বলেন, আপনারা আয়কর দিয়ে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছেন। জনগণের করের টাকায় দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং সরকার এই টাকা দিয়ে দেশের উন্নয়ন করছে। তাই আপনারাও দেশের এই উন্নয়নের অংশীদার।
তিনি কর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর দিতে এসে যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, যারা কর দিতে আসবে তাদের বুঝিয়ে দিতে হবে যে, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মাধ্যমে যাতে আরও করদাতা সৃষ্টি হয় সে লক্ষ্যে কাজ করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রথমবারের মতো সর্বোচ্চ নারী করদাতার সম্মাননা পেয়েছেন তাহসিন জোহায়ের তাহের আলী। তরুণ উদ্যোক্তা হিসেবে পেয়েছেন শিহাব উদ্দিন।
কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী, চট্টগ্রাম মহিলা চেম্বারের সভাপতি কামরুন মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৩