রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোচালক মনিরুল ইসলাম অটোরিকশা নিয়ে নগরীর রেলগেটের দিকে আসছিলেন। এসময় বহরমপুর রেলক্রসিং দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মনিরুলকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৭