নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী মহানগর সভাপতি আনোয়ার হোসেন হার্ট অ্যাটাক করেছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে তাকে নারায়ণগঞ্জ হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরিবার সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। এ মনোনয়নের আগে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বর্তমান মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর নাম বাদ দিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নাম প্রস্তাব করা হয়।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৬/হিমেল