চট্টগ্রামের কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মূল্যে উত্তাপ কমছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নানা ধরনের সবজির প্রতি কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। নগরের কাজির দেউড়ি, রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট ও কর্ণফুলী বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়। তবে মাছ, মুরগির দাম আগের মতই আছে।
বাজারে গত সপ্তাহে প্রতি কেজি ফুলকপির দাম ছিল ৭০-৮০ টাকা, আজ বিক্রি হয় ৪০-৫০ টাকা, গত সপ্তাহ প্রতিকেজি বেগুন বিক্রি হয় ৬০-৭০ টাকা, আজ বিক্রি হয় ৪৫-৫০ টাকা, গত সপ্তাহে প্রতি কেজি বাঁধা কপি বিক্রি হয় ৪০-৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। তাছাড়া আজ প্রতিকেজি টমেটো বিক্রি হয় ৫০-৬০ টাকা, বরবটি ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, দেশি আলু ৫০-৬০ টাকায়, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, করলা ৫০-৬৫ টাকা। বাজারে কমেনি মাছের মূল্য। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৯০০ টাকা, রূপচাঁদা মাছ ৪৫০ থেকে সাড়ে ছয়শ টাকা, লইট্টা মাছ ৮০ থেকে ১২০ টাকা, কোরাল মাছ ৩৫০-৪২০ টাকা, চিংড়ি মাছ ৩৫০-৭০০ টাকা, রুই মাছ ১৫০-২৮০ টাকা, তেলাপিয়া মাছ ১২০-১৮০ টাকা, কাতলা মাছ ২০০-৩০০ টাকা, পাঙ্গাস মাছ ১২০ থেকে দেড়শ টাকায়, মোল্লা মাছ ২২০ থেকে ৩০০ টাকা, টেংরা মাছ ২৮০ থেকে চারশ’, কৈ মাছ ২৩০-২৭০ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার