শুক্রবার বগুড়ায় ৩ লক্ষাধিক মুসল্লি একসাথে জুম্মার নামায আদায় করেছে। বগুড়া জেলা ইজতেমা উপলক্ষে স্মরণকালের সর্ববৃহৎ জুম্মার নামাযে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিন ঢাকা বগুড়া মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার উপর ধর্মপ্রাণ মুসল্লিরা নামায আদায় করেছে। এসময় রাস্তার পাশে বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান চত্বরেও নামায আদায়ে সমবেত হয় মুসল্লিরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বগুড়ায় শুরু হয়েছে জেলা ইজতেমা। শহরের চারমাথার অদূরে ঝোপগাড়িতে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে তিন দিনব্যাপি এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৯ একর জমির উপর ইজতেমার মাঠ আগে থেকেই পরিপূর্ণ থাকায় মাঠের আশে পাশে এলাকাসহ মহাসড়কের উপর মসুল্লিরা অবস্থান নেয়। বেলা ১২ টার আগেই গোটা এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে মানুষ ইজতেমা মাঠে এসেছিল জুম্মার নামায আদায়ের জন্য। ইজতেমা মাঠমুখি জনস্রোত সৃষ্টি হয়েছিল। স্মরণকালের এই বৃহৎ জুম্মার নামাযে অংশ নিতে ছোট বড়সহ বৃদ্ধরাও এসেছিল ইজতেমা মাঠে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন জানান, চারমাথা থেকে মাটিডালী এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে মহাসড়কে মুসল্লিরা নামায আদায় করেছে। এসময় যানবাহন দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে চলাচল করেছে।
এদিকে ইজতেমা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ইজতেমা মাঠসহ আশেপাশের এলাকা। ইজতেমা এলাকায় নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য মোতায়েন রয়েছে ইজতেমা এলাকায়। শুক্রবার চারমাথা থেকে মাটিডালি পর্যন্ত রাস্তার উপর মুসল্লিরা জুম্মার নামায আদায় করেছে।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৬/হিমেল