রাজধানীর টিকাটুলি এলাকায় আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় রিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রিনা আক্তার যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।
জানা যায়, রিনা আক্তার রিকশাযোগে বাসায় ফেরার পথে টিকাটুলি এলাকায় একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিনা রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার