রাজধানীর হাজারীবাগ এলাকায় বেবী বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আজ বিকালে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, মানসিক সমস্যা থাকার কারণে বেবীকে বাবার বাড়ি হাজারীবাগের ভাগলপুরে পাঠিয়ে দেয় স্বামী জাহাঙ্গীর। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্বামীর প্রতি অভিমান নিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার