রাজধানীর মিরপুর কালশী এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অপহরণ চক্রের হাত থেকে অপহৃত জাহিদুর রহমান (১৮) ও তার বন্ধু শেখ সাদী হোসেন সজীবকে (১৮) উদ্ধার করেছে।। এ সময় এক নারীসহ দুই সদস্য আটক করেছে। আটককৃত অপহরণ চক্রের সদস্যরা হলেন- সুইটি আক্তার ওরফে জান্নাতুল ফেরদাউস (১৯) এবং অপর সদস্য তারই স্বামী জাহিদ (২৫)।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, অপহৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিরপুর পল্লবী এলাকায় অপহরণকারী চক্রের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানায়, অপহৃত জাহিদুর রহমান ও তার বন্ধু শেখ সাদীকে আটকে রেখে অপহরণকারীরা পরিবাবের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা নেয় এবং অবশিষ্ট ৭০ হাজার টাকা পাঠালে ভিকটিমদের মুক্তি দিবে বলে জানায়।
জানা যায়, এসব অপহরণকারী দলটি দীর্ঘদিন ধরে তাদের নারী সদস্যের দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন বয়সী পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে যখন পুরুষটি ওই নারীর সঙ্গে দেখা করতে সম্মত হয়। তখন নারী সদস্য কৌশলে ভিকটিমকে নিজের বাসায় নিয়ে আসে এবং অন্যান্য সদস্যদের সহায়তায় আটক করে ফেলে। পরবর্তীতে ভিকটিমদের বাসার ভেতর আটক রেখে শারীরিক নির্যাতন ও মৃত্যুর ভয় দেখিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬