রাজধানীর মহাখালীতে রেলক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সালাউদ্দিন আহমেদ (২৪)। নিহত সালাউদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ওসমান গণির ছেলে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেদ রানা জানান, রাতে মহাখালী রেলক্রসিংয়ে কমলাপুর থেকে দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।
সালাউদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-২১