রাজধানীর লালবাগের ছাতা মসজিদ এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিলসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভোরে ওই এলাকায় ভূষি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। সন্দেহ হলে ট্রাকটিতে তল্লাশি চালালে বস্তাভর্তি ফেনসিডিল পাওয়া যায়। তবে ফেনসিডিলের পরিমাণ এখানো জানা যায়নি।
ট্রাক চালক ও হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে ফেনসিডিলগুলো গণনা করা হবে।