রাজধানীর তেজগাঁওয়ে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে কার্ভাডভ্যানের চাপায় বেগুনবাড়ির আওয়ামী লীগ নেতা হাবিবুল বাশার বাহাদুর (৪৯) নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, রাতে তেজগাঁওয়ের কলোনি বাজারে আয়োজিত ওয়াজ মাহফিল শুনে হেঁটে বাড়ি ফিরছিলেন হাবিবুল বাশার। পথে রেজিস্ট্রি কমপ্লেক্সের সামনে পৌঁছালে হঠাৎ একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে পৌঁছালে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুল বাশার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় দায়ী চালক নুরুজ্জামানকে কাভার্ডভ্যানসহ (ঢাকা মেট্রো ট-১১৮৯০৪) আটক করা হয়েছে বলে জানান এস আই আমিনুল। নুরুজ্জামানের বিরুদ্ধে ২৭৯/৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ