রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, রাজধানীর নাখালপাড়ার আড়জোতপাড়ায় থেকে গুলশানের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন সোহরাব। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছটি উপজেলায়।
তিনি আরও জানান, আজ সকালে কমলাপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৬/হিমেল