রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক বক্স তৈরির কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠের পাশে অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সাভির্সের হাজারীবাগ ও লালবাগ এলাকার দু'টি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, সকালে টিনসেডের ওই কারখানায় আগুন লাগে। আগুনে কারখানার প্লাস্টিক বক্সসহ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৬/হিমেল