রাজশাহী মহানগরীর মতিহার থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার বিকেলে নগরীর খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এএসআই শামীউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এএসআই শামীউর রহমান ওয়ারেন্টভুক্ত মাদকব্যবসায়ীকে ধরতে খোঁজাপুর এলাকায় অভিযান চালান। এসময় একজন মাদক ব্যবসায়ী কৌশলে বাড়ি চিনিয়ে দেওয়ার নাম করে তাকে ডেকে নেয়। পরে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী তার উপর হামলা চালায়। এলোপাথারি কুপিয়ে তাকে জখম করে। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯