কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে 'হত্যা'র বিচারসহ ৫ দফা দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একটি পক্ষ।
শনিবার রাতে `সাধারণ শিক্ষার্থীদের` ব্যানারে এ অবরোধের ডাক দিয়েছেন তারা। চবি শাখা ছাত্রলীগের সহ সভাপতি শোভন শুভ অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের ৫ দফা দাবিগুলো হলো, আদালতের নির্দেশ অনুসারে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা, এ ঘটনায় হওয়া মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে চাকরি থেকে অব্যাহতি, আসামিদের দ্রুত গ্রেফতার করা, পূর্বের ময়নাতদন্ত প্রতিবেদন বাতিল করে পুনরায় ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে দিয়াজ ইরফানের পরিবার ও তার অনুসারীরা দিয়াজকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব