সাভারের বলিয়ারপুর এলাকা থেকে রবিবার সকালে নাম পরিচয়হীন এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের শ্যামলী ত্রীনওয়ী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাছেদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় লোকটি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, সকালে ওই ফিলিং স্টেশনের সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬