চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট এলাকায় রবিবার ভোর সাড়ে ৬টার দিকে 'রিজেন্ট টেক্সটাইল' নামে একটি কাপড়ের মিলে আগুন লেগে যায়। আগুনে মিলের তৈরি পণ্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জমির উদ্দিন জানান, 'রিজেন্ট টেক্সটাইল' মিলের ২য় তলার অফিস কর্মকর্তার কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় রাখা ফিনশড গুডস, মেশিনারিজ ও অফিস কক্ষ পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার